মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পটিয়ায় যুবককে মারধর করে নগদ টাকা ছিনততাই!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি,

চট্টগ্রামে পটিয়া পৌরসভার বাইপাস এলাকায় প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত ৩১ জানুয়ারি রাতে আরো একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের জলদাশ পাড়ার হরিকমল দাশের পুত্র সুমন দাশ (২২) কে মারধর করে তার নগদ সাড়ে ৯ হাজার টাকা, ২১ হাজার টাকা মূল্যের ১টি ভিভো মোবাইল সেট, একটি টেপ, হাত ঘড়ি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় হরিকমল দাশ বাদী হয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের ভোজা কালুর পুত্র মোহাম্মদ আনিছ, ফারুক আহামদের ছেলে আরফাত, মোঃ ফারুক ও বিজয় নাথ সহ ৪ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার অভিযোগ সূত্রে জানা যায়, সুমন দাশ একটি সাউন্ড বক্স ক্রয়ের উদ্দেশ্যে পটিয়া সদরে যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের লিডার আনিছের বাড়ির সন্নিকটে পৌছলে আনিছসহ তার সাথে থাকা ছিনতাইকারীরা সুমনকে গতিরোধ করে আটকিয়ে পাশ্ববর্ত্তী একটি গাছবাগানে নিয়ে মারধর করার পর নগদ টাকা সহ উক্ত মালামালগুলো নিয়ে যায়। পরে খবর পেয়ে তার পিতা হরিকমল দাশ স্থানীয় লোকজনের সহায়তায় সুমন দাশকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপে−ক্সে ভর্তি করে। এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম থেকে জানতে চাইলে, তিনি বলেন এ ঘটনার এজাহার পেয়ে ১ ফেব্রুয়ারী রাতে পটিয়া থানার মামলা নং-২/২৩ ইং রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে বলে জানান।