আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে সদর মেট্রো থানা পুলিশের রাত্রিকালীন টহল ডিউটি কালিন সময় ১টি পিক আপ গাড়িতে অটো রিক্সার উঠানে সময় যাত্রীবেশী ৩জন ছিনতাইকারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কোন সদুত্তর দিতে পারেনি।এক পর্যায়ে অটো রিক্সার পিছনে লেখা মোবাইল ফোনে করলে অপর প্রান্ত থেকে অটোরিক্সার মালিক হুমায়ূন কবির জানান যে , তার ড্রাইভারকে মারপিট করে গুরুতর আহত করে ভূরুলিয়া বিমানের টেক এলাকা থেকে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। পরবরর্তীতে মামলার বাদী ঘটনা স্থলে উপস্থিত হয়ে অটোরিক্সা শনাক্ত করে। পরে পুলিশ ছিনতাইকৃত অটোরিক্সা,ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও১টি পিকআপ উদ্বার করে।
গ্ৰেফতারকৃতদের নাম ও ঠিকানা ১। আকাশ (১৫) পিতা তোতা মিয়া,গ্ৰাম শেরপুর, থানা শ্রীবরদী, জেলা শেরপুর ২। সাজ্জাদ (১৮)পিতা জাকির,সাং বাঘলবাড়ী,থানা _সদর, জিএমপি,৩।সোহান(১৫)পিতা ফারুক মিয়া, সাং বাঘলবাড়ী, থানা সদর, জিএমপি, গাজীপুর।
এবিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ১দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাই চক্রের অন্য সদস্যদের গ্ৰেফতার অভিযান অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আবু তোরাব মোঃ সামছুর রহমান,ডিসি (উত্তর), রেজওয়ান আহমেদ (পিপিএম)এবিসি(উত্তর),ফাহিম আমজাদ,এসি সদর জোন, জিয়াউল ইসলাম,ওসি,সদর মেট্রো থানা।
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি