মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়ার কেরানী হাট আশশেফা হাসপাতালকে ৫০হাজার ও এলাইট হাসপাতালকে ০৫হাজার টাকা জরিমানা করা হয়!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটে অবস্থিত আশ-শেফা হাসপাতাল (প্রাঃ) লি. কে বিভিন্ন ধরণের অব্যবস্থাপনার দ্বারা সেবাগ্রহীতার অর্থ ও স্বাস্থ্য হানি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা এবং এলাইট হাসপাতাল (প্রাঃ) লি. কে লাইসেন্সের শর্তাবলি ভঙ্গের অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতায় ০৫ হাজার টাকা জরিমানা করা হয়।

০২ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় এ জরিমানা করা  হয়।

এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় একটি সিএনজি অটোরিক্সার মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার  টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। অভিযোগ দায়রকারী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ আর রায়হান ছিদ্দিকী, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময়  আইনানুগ সহযোগিতা করেন RAB-15 এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রশাসনের এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান।