মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ!

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে অকেজো করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। নবীনগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। তিনি জানান, আজকে বিকেলে উপজেলার হাজিপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল নবীনগর থানার তত্ত্বাবধানে রাখা হয়। তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় ড্রেজার ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়নি। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নবীনগর থেকে সকল ড্রেজার মালিকদের উৎখাত করা হবে বলেও জানান তিনি।