মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠ বোঝাই নসিমন উল্টে চালক রমজান মোল্ল্যা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারী ) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। রমজান বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলায় নিয়ন্ত্রণ হারিয় নসিমন সড়কর পাশের পুকুর চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পারিবারিক সূত্রে জানা যায়, রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন। এ দুর্ঘটনায় নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতল চলছে।