মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পোরশায় বিদ্যুৎ লাইন চুরি!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়েগেছে। ফলে মশিদপুর ইউনিয়ন ব্যতীত পোরশা উপজেলার ও সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লি বিদ্যুৎ পোরশা জোন সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাতে পোরশা উপজেলার ৩৩ হাজার ভোল্ট লাইনে চকগোপাল ইলিমপুর এলাকা হতে ৩ স্প্যান ৩ফেজ লাইনের ৪৭৭ এমসিএম তার চুরি হয়েছে। এতে রাত ৩ ঘটিকা হতে বিদ্যুৎ বন্ধ রয়েছে। এতে ওই এলাকাগুলির গ্রাহকরা বিপাকে পড়েছেন। পল্লি বিদ্যুৎ পোরশা জোনের ডিজিএম সেকেন্দার আলী জানান, নওগাঁ থেকে তার এনে পুনস্থাপনের কাজ চলছে। কিছুটা সময় লাগছে খুব তাড়াতাড়ি গ্রাহকগণ বিদ্যুৎ পাবেন। তবে ইদানিং এ উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিটার চুরিও বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ করেছেন।