মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বনাম সাংবাদিকবৃন্দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহাদেবপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (ডাকবাংলো)মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ২-০ গোলে সাংবাদিকবৃন্দেরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।