সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কুতুপালং ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের উদ‌্যোগে ইসলামিক সেমিনার”নসিহা” সম্পন্ন!

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

নুর মোহাম্মদ সিকদার:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের উদ‌্যোগে, আদর্শ সমাজ বিনির্মানে আমাদের করনীয় বিষয়ক ইসলামিক সেমিনার”নসিহা”সম্পন্ন হয়েছে।

শনিবার(০৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে কুতুপালংস্থ আলিফ হাসপাতালসংলগ্ন মাঠে কুতুপালং ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের সভাপতি জহির আহাম্মদের সভাপতিত্বে ও কুতুপালং ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, চকরিয়া শাহারবিল দারুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ আলহাজ্ব শফিউল হক জিহাদী।

ইসলামী সেমিনার “নসিহা”‘র বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়াল গ্রুপের চেয়ারম‌্যান জনাব মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউপি সদস‌্য(০৯ নং ওয়ার্ড) ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, এডভোকেট ছমিউদ্দিন, বিএনপির প্রবিণ রাজনীতিবীদ এম বাদশা মিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মাঝি, বিশিষ্ট ব‌্যবসায়ী কবির আহাম্মদ, বিশিষ্ট ব‌্যবসায়ী রাজনীতিক ব‌্যক্তিত্ব মোহাম্মদ শাহ জাহান, যুবনেতা তরুন ব‌্যবসায়ী মোহাম্মদ রুবেল, বিশিষ্ট ব‌্যবসায়ী ও বিএনপি নেতা আবুল ফজল বাবুল, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ব‌্যবসায়ী সালাউ দ্দিন, বিশিষ্ট ব‌্যবসায়ী তারেক আহাম্মদসহ প্রমূখ।

কুতুপালং ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের সভাপতি জহির আহাম্মদ সভাপতির বক্তব‌্যে বলেন, আদর্শ সমাজ বিনির্মানে আমাদের করনীয় কি সে বিষয়ে আমাদের জানতে হবে। যুগে যুগে ইসলামের জন‌্য যারা জিবন দিয়েছে আমি তাদের আত্বার মাগফেরাত কামনা করছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষনা করেছেন তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকবে।
তাই আসুন আমরা ইসলামীক সমাজ কল‌্যানের উদ‌্যোগে মানুষের কল‌্যানের জন‌্য কাজ করার উদ‌্যোগ গ্রহন করি।

প্রধান আলোচক চকরিয়া শাহার বিল দারুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ আলহাজ্ব শফিউল হক জিহাদী বক্তব‌্যে বলেন, সবাইকে ইসলামিক আদর্শ গ্রহন করতে হবে সেই আদর্শে অনুপ্রানিত হয়ে সমাজ থেকে সকল অন‌্যায় অত‌্যাচারের বিরুদ্ধে ঐক‌্যবদ্ধ হয়ে রুকে দাড়াতে হবে।

উক্ত ইসলামী সমাজ কল‌্যাণ পরিষদের উদ‌্যোগে ইসলামিক সেমিনার”নসিহা” শেষে হয় বিশেষ মোনাজাতের মধ‌্য দিয়ে।

অনুষ্ঠান শেষে আগত অতিথি ও মেহমানদের দুপুরের খাবারের আয়োজন করেন আয়োজক কমিটি।