নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে মনোমুগ্ধকর সংগীত, নৃত্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ১০ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মানে উন্নত সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে যাচ্ছেন। এজন্য আগামী প্রজন্মদেরকে সুশিক্ষার পাশাপাশি খেলাধূলা, সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশ করতে হবে। মাদক, সন্ত্রাস , বাল্যবিবাহ, ইভটিজিং, নির্যাতন, দূর্নীতি সহ সকল ধরনের অপরাধমূলক কাজবন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করছি। উন্নয়নের ধারাবাহিকতায়, ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করবেন বলে আশাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপস্, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল আলীম মন্ডল, জেলা পরিষদের সদস্য একরামুল হক একরাম, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমীন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজু, ১২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল আলীম বাদশা, শিক্ষিকা মমতাজ পারভীন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান ।
এসময়ে হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জীতেন্দ্রনাথ পাল,, শিক্ষক মীর সাইফুল ইসলাম, ছানোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল আলীম সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।