চট্টগ্রাম প্রতিনিধি,
বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে কেনাবেচার সাথে জড়িত থাকার দায়ে ৪জনকে আটক করেছে পুলিশ।
সেইসঙ্গে ১৮টি চোরাই মোবাইল ফোন এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
০২ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর হিলভিউ এলাকা এবং চকবাজারের বালি আর্কেড থেকে চক্রের এই ৩ সদস্যকে আটক করা হয়৷ পরে তাদের দেওয়া তথ্যমতে অপর একজনকে ০৩ ফেব্রুয়ারি শুক্রবার আটক করা হয়।
আটককরা হলেন, রেজাউল করিম সুজন (২৬), মো. নয়ন (২৫), শহীদুল ইসলাম পিন্টু (২২) ও মো. জাহাঙ্গীর (৩৪)।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ১৮টি মোবাইল ফোন এবং একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।