টেকনাফের বাহারছড়ায় নৌকায় চাপা পড়ে নিষিদ্ধ রোহিঙ্গা কিশোরের মৃত্যু।
জুবাইরুল ইসলাম জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলের বাহারছড়া নৌকা ঘাটে নিষিদ্ধ রোহিঙ্গা কিশোর নৌকায় চাপা পড়ে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে
নিত্যদিনের মত বাহারছড়া উত্তর শিলখালী দক্ষিণ নৌকা ঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার পূর্বে নৌকা পানিতে নামানোর সময় নৌকায় চাপা খেয়ে এই কিশোরের মৃত্যু হয়।
রোহিঙ্গা কিশোর বালুখালী ১২ নং ক্যাম্প নৌকার মালিক উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী ডেইল পাড়া গ্রামের বাসিন্দা মিরকাশেম (প্রকাশ লেডু)
স্থানীয়রা বলছেন রোহিঙ্গা এই কিশোরের বয়স মাত্র ১২/১৪ বছর হতে পারে, এই শিশুটি ঠিকভাবে নৌকা ধাক্কা দিতে না পারায় নৌকায় চাপা পড়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মারা যায়।
এবিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমানের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি আলোকিত বাংলাদেশ’কে জানান, নৌকায় পড়ে রোহিঙ্গা জেলে মারা গেছে শুনে
ডেইল পাড়া গ্রামে ফোর্স পাঠিয়েছিলাম, তদন্ত করে পরবর্তী কার্যক্রমের বিষয়টি জানানো হবেন বলে মুঠোফোনে জানায় এই কর্মকর্তা।
ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান কে জানালে আলোকিত বাংলাদেশ’কে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে সঠিক হলে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।