সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কলারোয়ার কেঁড়াগাছি হাইস্কুলের সভাপতির কার্যক্রম ৬মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট!

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন জুনিয়ার হাইস্কুলের সভাপতির কার্যক্রম ৬মাসের জন্য স্থাগিত করেছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ। গত ৩১জানুয়ারী ২০২৩ এ আদেশ দেন হাইকোর্ট বিচারপ্রতি জাফর আহম্মেদ ও বাশার উল্লাহ। কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কুটিবাড়ী গ্রামের আতিয়ার রহমানের ছেলে আশরাফ আলী বাদী হয়ে হাইকোর্ট ডিভিশনে কেঁড়াগাছি ইউনিয়ন জুনিয়ার হাইস্কুলের সভাপতির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট সভাপতির সকল কার্যক্রম ৬মাসের জন্য স্থগিত করেন। উল্লেখ্য-৯জানুয়ারী-২০২৩তারিখে ওই প্রতিষ্ঠানে সভাপতি নির্বাচিত হন রবিউল আলম মল্লিক। এলাকাবাসীর অভিযোগ বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এজন্য নতুন কমিটি গঠনের দাবী জানান তারা।