মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী শামসুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ২য়দিন দিনের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যায় মাদ্রাসা সংলগ্ন ওই মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে শুরু হওয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন প্রধান পরিচালক অভিনব শিল্পী গোষ্ঠী ঢাকা হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন আল আজাদ, ২য় বক্তা ছিলেন, ইমাম ও খতিব নওয়াপাড়া পীরবাড়ি শাহী মসজিদ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম দা. বা. ঐ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তফা কামালসহ এলাকার গন্যামাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।