সজিব রহমান নওগাঁ,
মান্দা জোতবাজার মিডল্যান্ড ব্যাংক কর্তৃক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মিডল্যাড এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শ্রী স্বাধীন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে সকাল ১১টায় সময় মুকুলের মার্কেটের ছাদে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের রিলেশনশিপ অফিসার ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার আলী শিলাল, আজিজুর রহমান ভোলা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহারুল ইসলাম মুকুল এছাড়াও অত্র প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার সুধীজন।
মিডল্যান্ড ব্যাংকের রিলেশনশিপ অফিসার জানান, সাধারণ ব্যাংকের মতো সকল কার্যক্রম এজেন্ট ব্যাংকিং এ পরিচালনা করা হয়।সঞ্চয়, ঋণ সহ সব ধরনের লেনদেন নিরাপত্তার সাথে করতে পারবেন। কোন রকম আর্থিক ঝুঁকি নাই।