বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সীতাকুণ্ডে এক নারী শ্রমিককে ধর্ষণ করার অপরাধে ইউপি সদস্য আটক!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে নারী শ্রমিক (২০) কে একাধিকবার ধর্ষণ করার অপরাধে ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিন (৩৫) কে আটক করেছে পুলিশ। আটককৃত রবিন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঐ এলাকার কেশবপুর গ্রামের সুলতান আহমদ চৌধুরী বাড়ীর আবদুল হালিম চৌধুরীর পুত্র।

সোমবার (৬ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট লালানগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত ইনফিনিয়া লিমিটেড নামক কারখানার এক নারী শ্রমিক ও তার স্বামী গত শনিবার রাত ১০টার দিকে কর্মস্থলে যাবার পথে ঐ এলাকার ইউপি সদস্য রবিন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে রবিন তার সঙ্গীদের সহযোগিতায় ঐ নারী ও তার স্বামীকে একটি ভাড়া ঘরের দিকে নিয়ে যায়। পরে তার স্বামীকে মারধর করে দূরে নিয়ে বেঁধে রাখে এবং ঐ ভাড়া ঘরে নারী শ্রমিককে নিয়ে একাধিক বার ধর্ষণ করে রবিন। এ সময় ভুক্তভোগীর সাথে থাকা স্বর্ণ অলংকারও লুটে নেয় রবিন। সুযোগ পেয়ে ঐ নারী ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগে রবিন ও তার সাথে থাকা সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী গত রবিবার ৫ ফেব্রুয়ারী রাতে সীতাকুণ্ড মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রবিনকে আটক করতে অভিযান শুরু করে।

এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, একজন ইউপি সদস্য হয়ে তিনি মহিলাকে রক্ষার পরিবর্তে নিজেই তুলে নিয়ে ধর্ষণ করেছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এ ঘটনা শোনার পর থেকে তাকে আটকের জন্য সোর্স নিয়োগ করি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোটদারোগারহাট লালানগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের কে আটক করতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।