বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সীতাকুণ্ডে ভুয়া ডিবি পুলিশ আটক!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে এক তরুণকে নিয়ে যাওয়ার সময় আবদুল করিম (২৫) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় হাতে ওয়াকিটকি নিয়ে সে নিজেকে ডিবি পুলিশের এসআই ফারুক পরিচয় দিয়ে এক তরুণকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল। তার কথা ও আচার আচরণ সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে বিষয়টি জানায়। তিনি তাৎক্ষণিক ঐ এলাকায় গ্রাম পুলিশ পাঠালে ভুয়া ডিবি পুলিশ আবদুল করিম দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলে।
এরপর তাকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে আটক রেখে সীতাকুণ্ড মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ আবদুল করিমকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত আবদুল করিম বগুড়া জেলার মহিষ বাথান গ্রামের রাজা মিয়ার ছেলে।
এ ব্যাপারে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, আটককৃত ভুয়া ডিবি পুলিশ আবদুল করিম বেশ কিছুদিন ধরে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে নিরহ মানুষকে জীম্মি করে টাকা আদায় করতো। গত সোমবার রাতে সে এক তরুণকে ধরে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে টাকা দাবী করে। এসময় স্থানীয়রা তার পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে পারেনি। এরপর সন্দেহ হলে তাকে আটক করে পরিষদে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে একজন ভুয়া ডিবি পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সাঈদ হোসেন জানান, ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এই খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ হেফাজতে নিয়ে আসে আবদুল করিমকে। রাতেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় আটক দেখিয়ে আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।