হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
নিউইয়র্কে বসবাসরত লেখিক জান্নাতুল ফেরদৌস সুমা রহমান এর দুটি বই এবারের মহান একুশে বইমেলা ২০২৩ ঢাকায় প্রকাশিত হল। গল্পগ্রন্থ “এক টুকরো মেঘ” ও “ অনামিকার কান্না” বই দুটোর প্রকাশক তারেকউজ্জামান খান এবং বইগুলো প্রকাশিত হয়েছে উত্তরা পাবলিকেশন্স থেকে।
জান্নাতুল ফেরদৌস সোমা রহমান দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করছেন এবং লেখালেখিতে সম্পৃক্ত রয়েছেন। তিনি জন্মগ্রহন করেছেন ভোলা জেলায়। তার স্বামী মিজানুর রহমান মিজান নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশন এ প্রোগ্রাম স্পেশালিস্ট টু পদে কর্মরত। এছাড়া ও তিনি একজন কবি, ছড়াকার, সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট । মারসাদ আরিজ রহমান তাদের একমাত্র পুত্র সন্তান । লেখকের আরো তিনটি বই ইতিপূরবে প্রকাশিত হয়েছে ।খবর বাপসনিউজ।
মেলায় তার বইগুলো পাওয়া যাচ্ছে যথাক্রমে সরলরেখা প্রকাশনী সংস্থা স্টল নং -৩৫৬ ও শিরীন পাবলিকেশন্স স্টল নং -২০-২১ এ।