পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:-
পটিয়া নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমজীবি মানুষের করণীয় শীর্ষক আলোচনা সভা ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় পটিয়া থানার হাট কিচেন মার্কেট সংলগ্ন নির্মাণ শ্রমিক লীগের কার্যালয়ে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি শাহ আলম। অনুষ্টান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের সহ-সভাপতি নুরুল আলম কন্টাক্টর, সহ-সভাপতি নুর মোহাম্মদ মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান, পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, ভাটিখািন ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ছোটন সরকার, পটিয়া টেম্পো সমিতির সাধারণ সম্পাদক
ন খোরশেদ আলম, শ্রমিকলীগ নেতা সাইফুদ্দীন ভোলা, সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম, হাসান শরীফ, ইকবাল হোসেন, মোঃ মহিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ আরিফ, আবদুল আউয়াল, ছৈয়দ নুর, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম
সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয় বাংলাদেশ এবং এখানকার মানুষ একমাই তারই কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে নিরাপদ।আজকে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছেন বলেই, এক সময়ের মিসকিনের জাতি আখ্যায়িত বাংলাদেশ, এখন আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে , বাংলাদেশ ৭১ সালের ন্যায় এখনও সারাবিশ্বে বীরের জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। আগামীতেই স্মার্ট জাতি গড়ে তুলতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বদিউল আলম আরোও বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে তার হাতেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। যখন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফূলি টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো শত মেগা প্রকল্প বাস্তবায়ণ করে বাংলাদেশ আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে। তখন খুনি জিয়ার স্ত্রী এতিমের টাকা আত্মসাতের দায়ে কারাবন্দি খালেদা জিয়া ও তার পালিয়ে থাকা পুত্র তারেক জিয়া ১৫ আগস্ট পুনরায় ঘটনোর অপচেস্টা করছেন। তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চায়। আগুন সন্ত্রাসের ষড়যন্ত্র করছে, আগামীর স্মার্ট ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের সমাজের প্রতিটি স্তরে প্রতিহত করতে হবে। বদিউল আলম অভিযোগ করে বলেন,পটিয়াতে ষড়যন্ত্র ও উপরাজনীতি শুরু হয়েছে নেতৃবৃন্দ নামে মিথ্যা ষড়যন্ত্র মামলা হচ্ছে কার ইন্দনে তা জনগণ জানে তিনি তার সমর্থিত নেতা কর্মীদের ধৈর্যধারণ করে সকল ষড়যন্ত্র মিথ্যা মামলা মোকাবেলা করতে দলীয় নেতা কর্মীদের আহবান জানান।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি