বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

মিরপুরে পৌর এলাকায় হত্যা ॥ প্রতিবাদ সভা ও মানববন্ধন ॥ আটক-৩!

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

এম আনোয়ার হোসেন নিশি,
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ সন্তানের জনক সুলতানুর আলম লিংকন (৩৯)কে হত্যা করেছে। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ড মোশাররফপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত সুলতানুর আলম লিংকনের বাড়ি ৩ নং ওয়ার্ড মোশাররফপুর মহল্লায় আবদুর রশিদেও একমাত্র পুত্র। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এব্যাপারে নিহত’র বাবা আবদুর রশিদ ৭ জনকে আসামি করে ৮ ফেব্রুয়ারী মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন মামলা নং ৪ তাং ০৮-০২-২০২৩ খ্রীঃ। পুলিশ নারীসহ ৩ জনকে আটক করেছেন। এলাকাবাসী জানায়, করিম বক্সের ছেলে শাহিন মল্লিক ও রাজ্জাক মল্লিকসহ তাদের লোকজনের সাথে নিহত সুলতানুর আলম লিংকনের পারিবারিক ভাবে পূর্ব শত্রুতার জেদ ধরে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় লিংকন তার দোকানে বসে ব্যবসায়ীর লেনদেনের সাত লক্ষ ২০ হাজার টাকা গুনছিল এর মধ্যে হঠাৎ করেই শাহিনের নেতৃত্বে তার ভাতিজাকে সাথে নিয়ে তার দোকানে থেকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে পাশের ফাকা স্থানে ছুরিকাঘাতে গুরুতর জখন করে পালিয়ে যায় শাহিন, তার সঙ্গীয়, ত’ক্ষনিক তার আতœচিৎকারে নিহতের দুলাভাইসহ অন্যান্যরা ছুটে এসে লিংকনকে মোটর সাইকেলযোগে মিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আহতের অবস্থা অবন্নতি হলে ডাক্টার তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্ত্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিদাগত বুধবার ভোররাত সাড়ে ৩টার সময় চির বিদায় নিয়ে পরো পাওে চলে যায়, এ সময় কর্তব্যরত চিকিৎসক সুলতানুর আলম লিংকনকে মৃত ঘোষণা করেন এ তথ্য প্রদান করেন নিহতের পরিবার। এলাকাবাসির আয়োজনে বুধবার দুপুরে হত্যাকারীদের আটক এবং শাস্তির দাবিতে উপজেলা পরিষদসহ- পৌরসভার প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল করে এবং ঈগল চত্বরে মানববন্ধন করেন। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, অনেক দিন যাবৎ পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছিল উভয় পরিবারে। এ সূত্র ধরে সুলতানুর আলম লিংকনকে কুপিয়ে জখম করে এমন্ত অবস্থায় স্থানীয় লোকজক তাকে উদ্ধার করে মিরপুর হাসপাতালে নিয়ে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে জোর চেষ্টা চলছে। তবে এলাকার মানুষ বলেন পুলিশ মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে তৎক্ষনিক না আসলে আরো বড় ধারণের ক্ষতি হতো বলেও মন্তব্য করেন এবং এর জন্য পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকার শান্তি প্রিয় মানুষ। তবে প্রধান আসামীরা পলাতক থাকায় তাদের সাথে কথা হয়নি।