নিজস্ব প্রতিবেদক,
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাজারে সাংবাদিক এর অফিসে দিনের বেলা চুরির ঘটনা ঘটেছে।
৮ ফেব্রুয়ারি বুধবার আনুমানিক বিকাল থেকে সন্ধার মধ্যে ওই সাংবাদিকের নিজস্ব অফিসে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক জাকির লস্কর। তিনি শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সারা বেলার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
এবিষয়ে সাংবাদিক জাকির লস্কর জানান, প্রতিদিনের মতো আমি আমার অফিসে কাজ সেরে বের হয়ে যাই আজকেও কাজ সেরে বের হই আনুমানিক ৬টার সময় অফিসে এসে দেখি আমার DELL. কোম্পানির একটা ল্যাপটব ওDSLR ক্যামেরা সহ প্রয়োজনীয় কাগজ নেই পরবর্তীতে আমি থানায় এসে লিখিত অভিযোগ করি।