নিশি- (০৮-০২-২০২৩),
কুষ্টিয়ার মিরপুরের ধুবইলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ধুবইল ইউনিয়নের বরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধুবইল ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। যুবজোট নেতা রাজিব হাসানের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, জেলা জাসদের সদস্য জালাল উদ্দিন, পিয়ারপুর ইউনিয়ন জাসদের সভাপতি আতিয়ার রহমান, পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন টোকন, ধুবইল ইউনিয়ন জাসদের যুগ্ম সাধারন সম্পাদক শাহাজুল ইসলাম মেম্বার, জাতীয় যুবজোট জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হত তুফান, সাধারন সম্পাদক ডা. মাসুদ রানা, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন নিশি ও দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল ইসলাম, ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, পিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।—০৮-০২-২০২৩
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি