সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২হাজার ৪শত পিস ইয়াবাসহ ২ইয়াবা ব্যবসায়ী আটক!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

সাতকানিয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২হাজার ৪শত পিস ইয়াবাসহ ২ইয়াবা ব্যবসায়ী আটক!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১হাজার ৪শত পিস ইয়াবাসহ রাশেদা বেগম(৩২) ও ১হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ মুছা(২২) নামের ২ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

সাতকানিয়া উপজেলার ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার সংলগ্ন হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী গাড়ীকে থামিয়ে গাড়ীতে তল্লাশি করে ২৮নভেম্বর মঙ্গলবার দুপুর ১২.২০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী রাশেদা বেগমকে (৩২) ১হাজার ৪শ পিস ইয়াবা যাহার ওজন ১৪০ গ্রাম, মূল্য অনুমান ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ) এবং একই দিন ২৮নভেম্বর মঙ্গলবার দুপুর ১৩টা ৫০ঘটিকার সময় মোহাম্মদ মুছাকে (৩২) ১হাজার পিস ইয়াবা যাহার ওজন ১০০গ্রাম, আনুমানিক মূল্য ৩লক্ষ টাকাসহ আটক করা হয় বলে জানা যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নানের
তদারকীতে এসআই(নিঃ) মোঃ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ২৮নভেম্বর মঙ্গলবার দুপুর ১২.২০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী রাশেদা বেগমকে (৩২) ১হাজার ৪শ পিস ইয়াবা যাহার ওজন ১৪০ গ্রাম, মূল্য অনুমান ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকাসহ আটক করেন এবং একই দিনে
২৮নভেম্বর মঙ্গলবার দুপুর ১৩ঃ৫০ ঘটিকার সময় পিএসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর দর্জি
সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মুছাকে (২২) ১হাজার পিস ইয়াবা যাহার ওজন ১০০গ্রাম, যাহার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকাসহ আটক করেন বলে থানা সূত্রে জানা যায়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী রাশেদা বেগম (৩২) হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের ২নং আন্দারছড়া গ্রামের হোয়াইক্যাং বাজার এলাকার আলী আহমেদ এর স্ত্রী,আব্দুশ শুকুর ও পরিচা বেগমের মেয়ে এবং ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ মুুুছা(২২) হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালখালীর রোহিঙ্গা ক্যাম্প, ৮-ই, ব্লক বি-১৫, এর মৃত কবির আহমদ ও লায়লা বেগমের ছেলে বলে জানা যায়।

ইয়াবা ব্যবসায়ীদের আটক সংক্রান্ত বিষয়ে রাশেদা বেগমের নামে সাতকানিয়া থানার মামলা নং-৩১, তাং-২৮/১১/২২ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয় এবং মোহাম্মদ মুছাকে ইয়াবাসহ আটক সংক্রান্ত বিষয়ে সাতকানিয়া থানার মামলা নং-৩২, তাং-২৮/১১/২২ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) মামলা রুজু করা হয় বলে জানা যায়।

এব্যাপারে আটককৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্রে জানা যায়।