মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

বিএনপির নৈরাজ্য রুখতে হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমরা প্রস্তুত আছি- গোলাম হাফিজ নাসিম!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

বিএনপির নৈরাজ্য রুখতে হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমরা প্রস্তুত আছি- গোলাম হাফিজ নাসিম!

 

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ। সেদিন সমাবেশকে কেন্দ্র করে সমগ্র দেশেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে অনেকের আশংকা। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জান মাল রক্ষার্থে সরকার কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতা গোলাম হাফিজ নাসিম বলেন, বিএনপির যে কোন নৈরাজ্য ‍ও উচ্ছৃঙ্খলতাকে শক্ত হাতে প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি। দলের হাইকমান্ড যে নির্দেশ দিবে সে অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবো।
তিনি আরো বলেন, বিএনপি নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের রাজনীতি করে। ২০০১ সালে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে ২০০১-২০০৬ সাল পর্যন্ত লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছিলো। দুর্নীতিতে বাংলাদেশকে একটানা ৫ বছর চ্যাম্পিয়ন করেছে। জুলুম নির্যাতন, হামলা মামলা এবং বোমা মেরে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে। ২০১৫ সালে লাগাতার ১৫৩ দিনের হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে ও তারা আগুন সন্ত্রাস চালিয়ে অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়াড়ে ভাসছে। মানুষ আজ শান্তিতে বসবাস করছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিএনপি মেনে নিতে পারছেনা। বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। তাদের হুংকারে আমরা ভীত নই। বিএনপির সকল নৈরাজ্যকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি’।