বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

৫৩ বিজিবির অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম হেরোইন সহ ১ জন আটক!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
গোপন তথ্যের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত ৪: ৪৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর গোদাগাড়ী বিওপির একটি চৌকষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/১-এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আলাতলী ইউনিয়নের ডিমভাঙ্গা মাদারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত আসামী মোহাম্মদ আজমাইল (২৫), পিতা-মৃত সাইফুদ্দিন, গ্রাম-মধ্যচর (কালিমপাড়া), পোষ্ট-চরআলাতলী, থানা ও জেলা-চাপাইনবাবগঞ্জ। আটককৃত আসামীকে জব্দকৃত হেরোইনসহ গোদাগাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর।