বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

নিখোঁজের ৭দিন পর শিশু ঈসার লাশ উদ্ধার।

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

আবুল হাশেম,
রাজশাহী বিভাগীয় প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় নিখোঁজের ৭ দিন পর শিশু ঈশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ০৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে আড়ানী নুরনগর গ্রামের মৃত মজাহার হোসেনের ছেলে আমিরুল ইসলামের গমের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঈসা বাঘা উপজেলার আড়ানী নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

স্থানীয় শামীম জানায়, আমি পিয়াজের জমি দেখতে এসে প্রথমে লাশটি দেখতে পায় এবং ভয়পেয়ে দৌড়ে গিয়ে এলাকাবাসীদের জানায়।
এর পর আড়ানী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড কাউন্সিল মোঃআবুল কালাম ঘটনার সত্যতা যাচায় করে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন সাজুকে অবগত করলে অল্প সময়ের মধ্যেই ঘটনার স্থানে পৌছায় পুলিশ। এর পর শিশুটির স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন।

এদিকে শিশু ঈসা গত ২ফেব্রুয়ারী বাড়ির পাশে থেকে নিখোঁজ হন। এরপর থেকে এলাকা বাসি, বাঘা থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মী বিভিন্ন স্থানে খোঁজ ও মাইকিং করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা ইউসুব আলী ৩ নভেম্বর থানায় উপস্থিত হয়ে নিখোঁজ ডায়েরি করেন।

অদ্য রাত্রি ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।