বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে আটক-০৮জনঃ২৪শ পিস ইয়াবা উদ্ধার!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পলাতক ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার ০৮আসামীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এবং ২হাজার ৪শ পিস ইয়াবাও উদ্ধার করেছে বলে জানা যায়।
০৯ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ও ১০ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।

চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ রাজু আহমেদ, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১০/০২/২০২৩ইং তারিখ ০০.৩০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী ১. সৈয়দ মোহাম্মদ তুষার(৩০), পিতা-মৃত সৈয়দ মোহাম্মদ কামাল, মাতা-জাহানারা বেগম, স্থায়ী: (সাং-বদর পাতি প্রঃ বদর পট্টি, বকশির হাট, খাঁন সাহেবের বাড়ী, ওয়ার্ড নং-৩২, সিটি কর্পোরেশন, থানা- কোতয়ালী, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম, ২. মোঃ মিজানুর রহমান পিয়াস (২৭), পিতা- মোঃ মতিউর রহমান চৌধুরী, মাতা- মোছাঃ মিনা আক্তার, স্থায়ী: গ্রাম- বৃ-বড়বাঘ (নাহড়া বাজার, ০৬নং ওয়ার্ড), থানা- গৌরীপুর, জেলা –ময়মনসিংহ- দ্বয়ের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত- ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০/০২/২০২৩ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৩, তারিখ-১০/০২/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।
এসআই মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১০/০২/২০২৩ইং তারিখ ০৬.৩০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী ১. বিবি সাহারা প্রকাশ সারা(২১), পিতা-আব্দুল ছালাম, মাতা-রহিমা বেগম, স্বামী- শাহজাহান, স্থায়ী: গ্রাম- পূর্ব কলাউজান (মিয়াজী বাড়ী, ০৮নং ওয়ার্ড, এ/পি-পহরচাঁদা, গাবতল, মাইল্লাপাড়া, আব্দুল ছালামের বাড়ী, ০৮নং ওয়ার্ড, পুটিবিলা ইউপি, থানা- লোহাগাড়া, জেলা -চট্টগ্রাম এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত- ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০/০২/২০২৩ইং তারিখ রাত ০৬.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৪, তারিখ-১০/০২/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।
এসআই মোঃ মাজহারুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং- ২৬৬/২২ (সাতকানিয়া) ধারা- ৩২৩/৫০৬ দঃ বিঃ এর পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ ইলিয়াছ, পিতা- মৃত কবির আহমদ, সাং- এওচিয়া, ৫নং ওয়ার্ড, কাছিম আলীর বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ সেলিম, পিতা- মৃত কবির আহাম্মদ, সাং- এওচিয়া, ৫নং ওয়ার্ড, কাছীম আলীর বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম ‘দ্বয়কে গ্রেফতার করেন।

এএসআই মোঃ আল আমিন ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং- ২৬৬/২২ (সাতকানিয়া) ধারা- ৩২৩/৫০৬ দঃ বিঃ এর পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ সোলাইমান, পিতা- মৃত কবির আহমদ, সাং- এওচিয়া, ৫নং ওয়ার্ড, কাছিম আলীর বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ হাসান, পিতা- মৃত কবির আহাম্মদ, সাং- এওচিয়া, ৫নং ওয়ার্ড, কাছীম আলীর বাড়ী, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম ‘দ্বয়কে গ্রেফতার করেন।

এএসআই মোঃ ইকবাল হোসেন ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার নন-এফআইআর নং- ৩২/২০, তারিখ- ২২/০৯/২০২০খ্রি., ধারা- ৪২৭/৫০৬ পেনাল কোড এবং নন-জিআর নং- ৫৮৪/২০ এর পরোয়ানা ভুক্ত আসামী নির্মল নার্থ (৪০), পিতা- মৃত প্রেমানন্দ নাথ, সাং- উত্তর কাঞ্চনা, ২নং ওয়ার্ড, নাথপাড়া (বাদল নাথের বাড়ী), থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।