সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃআলাউদ্দীন আল মামুন (৩৫) কে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মামুন ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাবাড়িয়া মৃত নুরুল ইসলাম এর ছেলে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ সামিউল আলম বলেন মোঃ আলাউদ্দীন আল মামুন
ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এই মামলায় তার এক বছরের সাজাও হয়েছে। এই পরোয়ানা মর্মে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, মারামারিসহ ৯টি মামলা রয়েছে সীতাকুণ্ড থানায়। গতকাল বৃহস্পতিবার রাতে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।