সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ধোবাউড়ায় সাংবাদিক রুবেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের সাংবাদিক রুবেল মিয়ার উপর একদল সন্ত্রাসী গতকাল বৃহস্পতিবার রাতে তাহার উপর অতর্কিত ভাবে হামলা করে। বর্তমানে সাংবাদিক রুবেল মিয়া ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

গতকাল (৯ ফ্রেব্রুয়ারী ২০২৩) বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোয়তলা স্কুল রোড উচ্চ বিদ্যালয়ের সামনে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী অতর্কিত ভাবে সাংবাদিক রুবেল এর উপর হামলা করে, তার ডাকচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

সাংবাদিক রুবেল মিয়া বলেন হামলা কারীরা, দীর্ঘদিন যাবত মদ, বিক্রি, জুয়া খেলা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় আমি বিভিন্ন সময় প্রতিবাদ করার কারণে আমার উপর এই হামলা করা হয়েছে। হামলা কারীরা হলেন একই গ্রামের (১) লুটন মিয়া(২) সোহেল মিয়া ( ৩) রাসেল মিয়া (৪) নাজিম উদ্দিন (৫) মাসুদ সহ আরো ১০-১২ জন সন্ত্রাসী মিলে আমার উপর এই হামলা চালিয়ে ছে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাংবাদিক রুবেল মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় অভিযোগ দায়ের করে।প্রায় এক মাস যাবত তাদের এই অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন সাংবাদিক রুবেল মিয়া।

এ ঘটনায় ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান বলেন, ইতিমধ্যে আমি বিষয়টি অবগত হয়েছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করা হবে।