সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কুষ্টিয়ার মিরপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক বিকাল অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

এম আনোয়ার হোসেন নিশি ॥
১১-০২-২০২৩॥ “শিক্ষা-ক্রীড়া ও সুষ্ঠু ধারার সাংস্কৃতিকের মান উন্নয়নে” কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী-২০২৩ শনিবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ, গুণি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক বিকাল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব- বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম টিপু সুলতানের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন এলাকার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী, এশিয়া ও ওশেনিয়া অঞ্চল কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেসনের চেয়ারম্যান আব্দুল এইচ কাফি, বিশেষ অতিথি ছিলেন জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটের সভাপতি ড. নার্গিস আফরোজ, মতিয়ার-মদিনা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জুবদাতুন নেছা। আলোচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, দিশা সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ¦ রবিউল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন পরিষদেও সুযোগ্য চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বিশ্বাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খিলাফত হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাকিমের পরিচালনা স্থানীয় অভিভাবকবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা ও গুনি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শেষে সাংস্কৃতিক বিকাল অনুষ্ঠিত হয়। নিশি- ১১-০২-২০২৩