সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

১০ দফা দাবিতে হোয়ানক ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে অদ্য দুপুর ০২টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন বিএনপি’র “পদযাত্রা” অনুষ্টিত হয় ৷

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হোয়ানক ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম (বিএবিএড), হোয়ানক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সালাউদ্দিন টিপু, হোয়ানক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল আলম, উপজেলা বিএনপির সদস্য আবুল কাসেম, হোয়ানক বিএনপি সদস্য ছৈয়দ নুর, সোলাইমান, আবুল কাসেম, আসত আলী, হোয়ানক ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি ওমর আলী, ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হকসহ হোয়ানক ইউনিয়ন শাখা, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহন করে ৷

যে ১০দফা দাবীগুলো বক্তারা দাবী করেন তা হল:
* চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে। দুর্নীতি ও দলীয়করণ মুক্তভাবে খোলা বাজারে কম দামে খাদ্য দ্রব্য দিতে হবে। * বিদ্যুৎ, গ্যাস, এলপিজি গ্যাসের দাম কমাতে হবে। লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে। * কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। সার, জ্বালানী তেল, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে। * শ্রমিকের ন্যায্য মজুরী দিতে হবে। * দুর্নীতি, লুটপাত বন্ধ করতে হবে। * গণতন্ত্র ও গণবিরোধী সরকারকে পদত্যাগ করতে হবে। * অবৈধ সংসদ বাতিল করতে হবে। * নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। * নিজের হাতে, কাগজের ব্যালট পেপারে, নিজের পছন্দের প্রার্থী ও মার্কায় ভোট দিতে চাই। * দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। * দেশনায়ক তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। * তম, গুন, দম, নিপীড়ন, গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে।