মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ডে আঃলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪নং মুরাদপুর ইউনিয়ন আঃলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফকিরহাট বাজারে মুরাদপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জার্মান আঃলীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোয়েব, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আতিকুল মান্নান জামশেদ, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সদস্য সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, মশিউর রহমান, আবুল কালাম আজাদ ভূঁইয়া, রুহুল আমিন, সালাহউদ্দীন মান্না, জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, বীরমুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, রেহান উদ্দীন, জাহেদ হোসেনসহ বাপ্পি প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন স্মার্ট বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয়ে তার সরকার কাজ করছেন ঠিক তখনই বিএনপি-জামাত ২০১৩-১৪ সালের মত আবারও পেট্রোল বোমার সেই হিংস্রতা নিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্ঠির অপচেষ্টার পাঁয়তারা করছে। এ অপচেষ্টা রুখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ আমরা গড়বই ইনশাআল্লাহ।
এছাড়া, সীতাকুণ্ড পৌরসভা আঃলীগ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আঃলীগ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ পালন করেছে।