সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

যশোরের বেনাপোলে মাদকসহ তিন মাদক  কারবারি আটক!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

যশোরের বেনাপোলে মাদকসহ তিন মাদক  কারবারি আটক!

মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ,

বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৭ বোতল মদ, ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১২ টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বরিশাল গৌরনদী এলাকার মৃত হাসেম মাতুব্বরের ছেলে দুলাল মাতুব্বর (৪৫), বেনাপোল গয়ড়া গ্রামের শরিফুলের ছেলে রাকিব হোসেন (২০) ও নারায়নপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে মাহাবুর রহমান (৩৪)।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল চেকপোস্ট এলাকার বড় আঁচড়া এমপি মোড়ের সামনে থেকে একটি বাংলাদেশি ট্রাক থেকে ১৭ বোতল ভারতীয় মদ সহ দুলালকে, একই স্থান থেকে ২০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ রাকিবকে ও ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মাহাবুরকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

মোবাইল ০১৭১২৯৪৭৮৭১