ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি থেকে ১২ বছরের আব্দুর রহিম মুন্সি নামের এক শিশু মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছে। গতকাল সোমবার দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল রহিম মুন্সি ঝালকাঠি পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মুন্সীর ছেলে এবং জৌনপুরী মাদ্রাসার হাফেজী পড়ুয়া ছাত্র। ছেলেটি সাড়ে চার ফুট লম্বা পরনে ছিল কালো গেঞ্জি ও পাজামা।
শিশুর মামা জানান গতকাল সোমবার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছেন আজ মঙ্গলবার পর্যন্ত সব স্বজনদের বাড়ি খোঁজ নিয়ে কোথাও সন্ধান না পেয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটির সন্ধান পেলে 01735604114 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি