সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ বছরের সাজাপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত মাদক সম্রাট ও নারী পাচারকারী এহছান এবং সিআর পরোয়ানাভুক্ত শাহজাহানকে আটক করেছে বলে জানা গেছে।
১২ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ও ১৩ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও নারী পাচারকারী এহসান ও পরোয়ানাভুক্ত আসামী শাহজাহানকে আটক করেছে বলে জানা যায়।
আটককৃত মাদক সম্রাট ও নারী পাচারকারী এহসান হচ্ছে সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলী নগর এলাকার আইল্যার বাড়ির মৃত ইসমাইল প্রকাশ ভেট্টা মিয়ার ছেলে বলে জানা যায়।মাদক সম্রাট ও নারী পাচারকারী এহসানকে সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজার হতে সাতকানিয়া থানার এ এস আই নুরুন্নবী সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন।এবং পরোয়ানায়ভুক্ত আসামি শাহজাহান হচ্ছে সাতকানিয়া উপজেলার উত্তর রামপুর এলাকার ইসহাক মিয়া বাড়ির মোহাম্মদ ইসহাক মিয়ার ছেলে বলে জানা যায়।
সূত্র জানায়,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান মহোদয়ের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই মোঃ নুর নবী সঙ্গীয় অফিসার- ফোর্স সহ অভিযান পরিচালনা করে দেওদীঘি বাজার হতে ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাট এহছান, পিতা- মৃত মোঃ ইসমাইল ভেট্টা মিয়া, গ্রাম-পাহাড়তলী আলীনগর, আইল্যার বাড়ী, পোঃ দেওদীঘি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে জিআর সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করেন এবং এএসআই মোঃ নিজাম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামী শাহ জাহান, পিতা-মোঃ ইসহাক, গ্রাম-উত্তর রামপুর, ইসহাক মিয়ার বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা- চট্টগ্রামকে সিআর পরোয়ানা মূলে গ্রেফতার করেন বলে থানা সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।