জুলফিকার আলী,বিশেষ প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকায় দিন দিন বে-অরেশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। সাধারণ মানুষ পৌর
বাজারে কুকুর আতংকে ভুগছিলেন। ঠিক সেই সময়ে কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল জনগনের কথা চিন্তা করে যাতে কলারোয়ার পৌর এলাকা থেকে জলাতংক রোগ নির্মূল করা যায় তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এই প্রথম কলারোয়ায় বে-অরেশ কুকুর (জীব হত্যা) না করে পৌর এলাকার জনগনকে (জলাতংক রোগ) থেকে বাঁচাতে কুকুরকে (ভ্যাকসিন) টিকা প্রদান কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় কুকুর এর জলাতংক প্রতিষধক টিকাদান কার্যক্রম শুরু করা হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ
অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ এ কর্মসূচি পরিচালনা করছেন। বিশ^ স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে জলাতংক রোগ নির্মূল
করার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন-এই রোগ ৯৫ভাগই ছড়ায় কুকুরের মাধ্যমে। এর ফলে মানুষসহ অনান্য প্রাণির মৃত্যুও হতে পারে।
তাই কুকুরকে ভ্যাকসিন দিলে এটা নির্মূল সম্ভব। তিনি আরো জানান, পৌরসভায় কুকুরের ভ্যকসিন হয়ে গেলে সেটায় লাল রং দিয়ে চিহ্নত করা হচ্ছে। এখন থেকে
কুকুরে কামড় দিলে আর ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হবে না।
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি