বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত!
মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর (বুধবার) বাদ জোহর ফাউন্ডেশনের সভাপতি কাজী নাফিউল মজিদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী কাজী রবিউল ইসলামের সঞ্চালনায় বাগুডাঙ্গা শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ক্বিরাতুল কুরআন,হামদে বারি তা’য়ালা,নাতে রসুল সঃ এই তিনটি বিষয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মল্লিক আনিসুর রহমান ও পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম।
ক্বিরাতুল কুরআন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার ছাত্র আমিনুর রহমান ও দ্বিতীয় হয়েছে সরসপুর পহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র মোহাম্মাদুল্লাহ, নাতে রাসুল (সাঃ) বিষয়ে প্রথম হয়েছে বাগুডাঙ্গা মাদ্রাসার মুরছালিন ও দ্বিতীয় হয়েছে সরসপুর- পহরডাঙ্গা মাদ্রাসার তানভীর এবং হামদে বারি তা’য়ালা বিষয়ে প্রথম হয়েছে বাগুডাঙ্গা মাদ্রাসার ছাত্রী আয়শা সিদ্দিকা ও দ্বিতীয় হয়েছে একই মাদ্রাসার ছাত্রী আনিসা।
বাদ আসর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক কাজী নাফিউল মজিদ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষকদের ইসলামী বই উপহার দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী আমিনুল ইসলাম, শিকদার আরিফুজ্জামান, ইঞ্জিনিয়ার সৈয়দ শাহিনুর ইসলাম, খাঁন মফিজুর ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মোঃ হাচিবুর রহমান
কালিয়া ( নড়াইল) প্রতিনিধি ০৭/১২/২০২২
মোবাঃ ০১৭১৬৭৯৭৮৫৯