বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

নবীনগরে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ও সরকারী খাল দখল উচ্ছেদ করেন এসিল্যান্ড।

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মাল্লার বাড়ী ব্রীজ সংলগ্ন একটি সরকারি খাল ভরাট করে তাতে স্হাপনা নির্মাণ ও অবৈধ ভাবে গড়ে উঠা একটি দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে
আজ বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান,

সরজমিনে গিয়ে দেখা যায়,ইব্রাহিমপুর গ্রামের কয়েকজন লোক দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে তাতে স্হাপনা তৈরী করতে চেয়েছিলেন মাল্লা বাড়ি ব্রিজ মরা খাল নামের জায়গায়,
এ সময় দখল কারি সফিক মিয়া কে আগামী পাঁচ দিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে নেয়ার জন্য মুছলেখা নেয়া হয়,

তারই সাথে সরকারি খালে অবৈধভাবে দোকান নির্মাণ কারি মাইনুউদ্দিন কে সাত দিনের মধ্যে দোকান কৌটা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়,

পরে জিনদপুর ইউনিয়ন জিনদপুর গরুর বাজারে পশ্চিম পাশে সরকারি খাল ভরাট কারি হাসান উদ্দিন কে ও তিন দিনের মধ্যে সরকারি খাল থেকে বালি সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেন, এরপর জিনদপুর বাজারে অন্তর মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করেন ,

উল্লেখ্য সরকারি জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করতে আজ নবীনগরের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান ,ইব্রাহিমপুর কয়েকজন লোক দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে আসছিল। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযান কালে অবৈধ ভাবে সরকারি খাল ভরাট করা সহ ইব্রাহিমপুরে অবৈধ ভাবে গড়ে উঠা একটি দোকান উচ্ছেদ করা হয়,
তারপর জিনদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি মিষ্টির দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারে সাধারণ সম্পাদক কে প্রতিটি দোকানে মূল্য তালিকা স্হাপন করার জন্য বলা হয়।