বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

পটুয়াখালীতে স্কুল ছাএীর ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর চকবাজার এলাকায় সানজিদা আক্তার (১৭) নামের এক স্কুল ছাএীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

অদ্য ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩ টার সময় পটুয়াখালী শহরস্থ চাকবাজার
এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনা সুএে জানা যায়, সানজিদা
মানসিক সমস্যার রোগী থাকায়
তার মা সাহিদা বেগম সব সময়
সানজিদাকে তার সাথে সাথেই রাখতেন এবং স্কুলে ও নিয়ে যেতেন মা সাহিদা বেগম।

১৬ ফেব্রুয়ারী তখন দুপুর দুইটা কি আড়াইটা বাজে সানজিদার
মা সাহিদা বেগম সানজিদাকে কোন কিছু খুঁজতে দেখে, কি খুঁজছো এমন প্রশ্ন করায় সে
কোন উত্তর না দিয়ে নিজের রুমে ঢুকে দরজা ভেতর থেকে
বন্ধ করে দেয়।

এসময় অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় তাৎক্ষণিক নিহতের মা থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ এসে দরজা ভেঙ্গে
সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে। কিভাবে কি হলো বুঝতে পারছি না বলে জানান মা সাহিদা বেগম।

নিহত সানজিদা পটুয়াখালী শহরস্থ চকবাজার এলাকার
নাসিরউদ্দিন গাজীর মেয়ে।
সে শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষার্থী
ছিলেন।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মনির হোসেন বলেন
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ময়না তদন্তের রিপোর্ট পেলে
মৃত্যুর সঠিক কারন জানা যাবে
বলে জানান তিনি।