সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

জুলফিকার আলী,বিশেষ প্রতিবেদক:
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের
মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজের
নবীন শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে
কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে
উপলক্ষে সাজানো হয় গোটা কলেজ ক্যাম্পাস। আর এই নবীন বরণকে সামনে রেখে
হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। কলারোয়া
বঙ্গবন্ধু মহিলা কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এম এ ফারুক। প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা
লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী
অফিসার রুলী বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রাক্তন অধ্যক্ষ
ইউনুচ আলী, কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান
চৌধুরী মজনু। এর আগে উদ্বোধক হিসাবে বক্তব্য দেন-বঙ্গবন্ধু মহিলা কলেজের
অধ্যক্ষ এসএম মাহবুবর রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন-অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু, কলারোয়া রিপোর্টাস
ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের
সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া পৌর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ কলেজের সকল শিক্ষক ও
শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক মশিয়ার রহমান ও
জহিরুল ইসলাম শাহিন। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এড.মুস্তফা লুৎফুল্লাহ
এমপি বলেন, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ এ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী
একটি বিদ্যাপিঠ। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের
নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ
গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।