আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি,
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানার একটি টীম পূর্ব আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এ অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরে নদী বন্দর জোড়া খাম্বার পাশে জনৈক সিরাজুল হকের বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর হতে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ সবুজ মিয়া (২১) ও মোঃ সুলতান মিয়া (৩২)। আসামীদ্বয় দীর্ঘদিন ধরে তার সহযোগীদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গী সহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি