জামিন আবেদন নামুঞ্জুর; ৫ আসামী কারাগারে!চোরাই মালামাল উদ্ধার!
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে দোকানের ওয়াল ভেঙ্গে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও চুরি করে নিয়ে যাওয়ার মামলায় ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত মঙ্গলবার দুপুরে চুরির মামলায় নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের সকলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক সাইফুল ইসলাম । ওই ঘটনায় বুধবার বেলা ১১ টার দিকে সরেজমিনে তদন্তে গিয়ে প্রতিপক্ষের আব্দুস সামাদ সরদারের মিষ্টির দোকান সংলগ্ন বাড়ি থেকে চোরাই মালামালগুলো (ঔষুধের র্যাক,ফটোস্ট্যাট ও কম্পিউটার রাখার টেবিল-চেয়ারসহ অন্যান্য সামগ্রী) উদ্ধার করে মান্দা থানা পুলিশ। এরপর সেগুলোর জব্দ তালিকা তৈরি করা হয়। ওইসময় মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান, এস আই হাবিব,কুলিহার বাজার বণিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
মামলাসূত্রে জানা গেছে, কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ভূক্তভোগী হাফিজুল হকের দখলকৃত (কুলিহার মোড়ে) দোকানঘরের জমি নিয়ে জাফরাবাদ (চকভবানী) গ্রামের প্রতিপক্ষ মৃত গোকুল সরদারের ছেলে মিষ্টিওয়ালা আব্দুস সামাদ সরদার গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে প্রতিপক্ষের আব্দুস সামাদ গংরা গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১ টার দিকে দোকানের দক্ষিণ দেওয়াল ভেঙ্গে দোকানের যাবতীয় মালামাল ( ঔষুধ, কম্পিউটার, চেয়ার,টেবিল,র্যাক,ড্রয়ারে থাকা নগদ টাকা, দোকানের ট্রেড লাইসেন্স,পল্লী চিকিৎসকের সার্টিফিকেট, কৃষি ব্যাংকের চেক বহিসহ মূল্যবান কাগজপত্র) চুরি করে নিয়ে গেছেন বলে জানান ভূক্তভোগীরা।
ওই ঘটনায় ভূক্তভোগী হাফিজুল হকের ছেলে সোহেল রানা (২৪) গত ৪ ডিসেম্বর বাদি হয়ে একই ইউনিয়নের চকভবানী গ্রামের প্রতিপক্ষ মৃত গোকুল সরদারের ছেলে মিষ্টিওয়ালা আব্দুস সামাদ সরদার (৪৫), আব্দুস সামাদ সরদারের ছেলে আতোয়ার রহমান (৩০) ও আবু রায়হান লিটন (২৫), নিজকুলিহার গ্রামের শামসুদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং জাফরাবাদ গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আবু বক্কর (৪০) এর বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। জি- আর মামলা নং ৯/২০২২ (মান্দা) ধারা-১৪৩/৪৪৮/৩৮০/৪২০/৫০৬ পেনাল কোড ১৮৬০। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
মাহবুবুজ্জামান সেতু
তারিখঃ০৮/১২/২০২২
মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২