সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

সাতকানিয়া থানা পুলিশের হাতে পলাতক ও পরোয়ানাভুক্ত ১নারী আসামিসহ আটক-৪জনঃ৫শ পিস ইয়াবা উদ্ধার!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

হাসান মুরাদ, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১নারীসহ পরোয়ানাভুক্ত ও পলাতক ৪আসামিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এবং ১৫শ পিস ইয়াবাও উদ্ধার করা হয় বলে জানা যায়।
১৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ও ১৭ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান মহোদয়ের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৭/০২/২০২৩ইং তারিখ ০৫.১৫ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী ১. মন্নান হোসেন (৩৮), পিতা-নুরুল আলম, সাং-পূর্ব সাতঘরিয়া পাড়া, সাতঘরিয়া পাড়া, নয়াবাজার, থানা-টেকনাফ, ২.হামিদ হোসেন (৪০), পিতা-মৃত মনির আহাম্মদ, মাতা-মৃত মাহামুদা বেগম, গ্রাম-বরছড়া, ০১নং ওয়ার্ড, ঝিলংঝা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, উভয় জেলা-কক্সবাজার দ্বয়ের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত- ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৭/০২/২০২৩ইং তারিখ রাত ০৫.১৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ২০, তারিখ-১৭/০২/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।
এএসআই মোঃ আল আমিন, ঢেমশা পুশিল তদন্ত কেন্দ্র, ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নিযাতন মদন মামলা-৫০৪/২০২১, ধারা-নারী ও শিশু নিযাতন দমন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(গ)/৩০ এর পরোয়ানা ভুক্ত আসামী ১। আবদুল মালেক, পিতা-আলী আহাম্মদ, সাং-দক্ষিণ মরফলা, মরিচ্যা পাড়া দিদারে বাপের বাড়ী, ৯নং ওয়ার্ড, ০৩নং নলুয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।২। খতিজা আকতার, স্বামী-আবদুল মালেক, সাং-দক্ষিণ মরফলা, মরিচ্যা পাড়া দিদারে বাপের বাড়ী, ৯নং ওয়ার্ড, ০৩নং নলুয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম‘দ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।