মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারীতে বিলুপ্ত প্রানী রামগদি গুইসাপ উদ্ধার!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

হাটহাজারীতে বিলুপ্ত প্রানী রামগদি গুইসাপ উদ্ধার!
সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে হাটহাজারীতে বিলুপ্ত প্রজাতির প্রানী গুই সাপ (রামগদি) উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

বুধবার রাতে উপজেলা ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরপাড় এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে ডাবলুএসআরটিবিডি এর সহযোগীতায় বিলুপ্ত প্রানীটি উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য সারে ৪ফুট ওজন ৬কেজি।

স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার স্থানীয় তথ্যের ভিত্তিতে ডাবলু এসআরটিবিডি এর সহযোগীতায়
asian water monitor বা রামগতি গুইসাপ উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য সারে৪ ফুট লম্বা ওজন প্রায় সারে ৬কেজি।বৃহস্পতিবার সকালে বনবিভাগের আওতায়ধীন বনে অবমুক্ত করা হয়।