বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

হাটহাজারীতে আগুনের লেলিহান শিখায় প্রান গেল দেড় বছরের শিশু।

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

সুমন পল্লব,
হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিদগ্ধ হয়ে হাবিবা আক্তার নামে দেড় বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

শুক্রবার( ১৭ফেব্রয়ারী) উপজেলা দক্ষিণ বুড়িশ্চর,তালতলা ৮ নং ওয়ার্ড এলাকার সোলেমান কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবা ইয়াছিনের কন্যা বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায়, উপজেলা দক্ষিণ বুড়িশ্চর,তালতলা ৮ নং ওয়ার্ড এলাকার সোলেমান কলোনীর রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে।মুহুর্ত্বে আগুনের লেলিহান শিখায় মো: নাজিমের মালিকানাধীন ২ টি বসতঘরে ৬ কক্ষ বিশিষ্ট ৫ জন ভাড়াটিয়া মুল্যবান আসবাব পত্র পুড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে হাবিবা আক্তার নামে দেড় বছরের শিশু পুড়ে মারা যায়।অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষধিক টাকা।অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্তল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম নিহতের পরিবারকে ২৫হাজার টাকা বাকি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেষন অফিসার মোঃ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো জানান, অসাবধনতার কারণে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় ৮০লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।