বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
dailyamadernatunsangbad.com - news@dailyamadernatunsangbad.com - www.facebook.com/dailyamadernatunsangbad/

ময়মনসিংহে ৫ কেজি গাঁজা সহ আটক -০১!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
“মাদক ছাড়বো, জীবন বাঁচাবো” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাদকসেবন মাদক, বেচাকেনার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) এর নির্দেশে ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর দিকনির্দেশনায় অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান করে কোতোয়ালী মডেল এলাকার পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজ মাঠে প্রবেশের রাস্তার উপর থেকে মাদক মামলার আসামী মোঃ তপু মিয়া (২১)কে আটক করে।

ওসি শাহ্ কামাল আকন্দ জানান, মাদক মামলার আসামী মোঃ তপু মিয়া (২১), মোঃ বাদল মিয়ার পুত্র। তাঁর কাছ থেকে ০৫(পাঁচ)কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা নেয়া হয়েছে। আর কোতোয়ালী মডেল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।