আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশী মেলা উপলক্ষে বাডবকুণ্ড তীর্থধামের মন্দির উন্নয়ন কল্পে যুগাচার্য স্বামী বিবেকানন্দের বাডবকুণ্ড তীর্থধাম পরিক্রমার স্মরণে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বাডবকুণ্ড তীর্থধাম প্রাঙ্গণে কুমারী ব্রক্ষচারিনী স্মৃতিলতা ভারতীর সভাপতিত্বে এবং গোপাল দাশ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশিন সেবাশ্রম এর অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাডবকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকাত উল্যাহ মিয়াজী। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম আগ্রাবাদস্থ যমুনা ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক সংগ্রাম দাশ, চট্টগ্রাম রামকৃষ্ণ-বিবেকানন্দ ট্রাস্ট এর সভাপতি দুলাল কান্তি মজুমদার, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর সহ-সম্পাদক লায়ন তাপস হোড়, ডাক্তার উত্তম দে সূলভ, বিনোদ দাশ, কালী নারায়ণ ভারতীসহ প্রমুখ।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে একমাত্র উন্নয়ন হয়নি বাডবকুণ্ডের তীর্থধামের।
অলৌকিকভাবে শত সহস্র বছর ধরে যে অগ্নিকুণ্ডটিতে আগুন জ্বলে সে অগ্নিকুণ্ডটি এতটা জরাজীর্ণ,
এতে যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক বিপর্যয় এবং ঘটতে পারে অগণিত মানুষের প্রাণহানী।
বাড়বকুণ্ড বাজারের সিসিসি রোড ধরে প্রায় তিন’কিলোমিটার ভেতরে এবং ৫০ মিটার উঁচুতে এ অগ্নিকুণ্ডটি।
রাস্তাটা খুব সরু এবং আঁকাবাঁকা সে রাস্তা দিয়ে হাটার পথটি একেবারেই ঝুঁকিপূর্ণ।
মেলায় আগত হাজার হাজার হিন্দু সনাতনীরা পূণ্য লাভের আশায় এ কঠিন পথটি অতিক্রম করছেন বিধ্বস্থতার মধ্য দিয়ে রাস্তার সংকীর্ণ দূরাবস্থায়ও। পূঁজারী ধর্মপ্রাণ হিন্দু সনাতনীদের ধর্ম কর্ম সুন্দরভাবে সম্পন্ন করবার জন্যে বাড়বকুণ্ডের এ অগ্নিকুণ্ড ও সরু রাস্তাটি প্রশস্তসহ পাকা করার জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন উপস্থিত সকল বক্তাগণ। এছাড়া অগ্নিকুণ্ডটি সংস্কার ও মেরামত সম্পন্ন করা না গেলে যে কোন সময় প্রাণহানীর মত দূর্ঘটনার আশংকা করছেন সংশ্লিষ্ট মঠ মন্দির ও কুণ্ডের সেবাব্রতীগণ।