মোঃতারিকুল ইসলাম,
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি শনিবার ,ভাগ্যকুল স্কুল এন্ড কলেজের খেলার মাঠে বিকাল ৩টার সময় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ও ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ থেকে যে সকল শিক্ষার্থীরা এস এস সি পরিক্ষায় জি পি এ ৫ পেয়েছে তাদেরকে মেধা পুরুষ্কার দেওয়া হয়।
ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গর্ভনি বডি সভাপতি জনাব,মোঃসামসুল আলম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -১আসনের সংসদ সদস্য জনাব,মাহী বদরুদ্দোজা চৌধরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গর্ভনি বডির বিদ্যুৎ সাহী সদস্য,,মোঃ আঃ রশিদ খান, গর্ভনি বডি দাতা সদস্য মামুন কবীর,অভিভাবক স্কুল গর্ভনি বডির সদস্য, এ.টি.এম মাসুদ,অভিভাবক কলেজ সদস্য গর্ভনি বডি, সিরাজুল ইসলাম হাওলাদার,, অভিভাবক সদস্য,স্কুল গর্ভনি বডি জনাব শহিদুল ইসলাম,অভিভাবক সদস্য,কলেজ গর্ভনি বডি জনাব আব্দুর রশিদ হাওলাদার,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য,গর্ভনি বডি ,আরো উপস্থিত ছিলেন গর্ভনি বডির সাবেক সভাপতি এবং স্থানীয় সমাজ সেবক বিভিন্ন নেত্রী বৃন্দ , সহ প্রান্তন ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।