মধুপুরে বাজারের জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ!
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারো বাজার (সুনামগঞ্জ) বাজারের জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ করেছেন বাজার ইজারাদার ও হাট কমিটি।
সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত এলাকার নজর আলী, পিতা মৃত ফজর আলী গারো বাজার সুনামগঞ্জ বাজারে জোরপূর্বক বাড়ি নির্মান করছেন। বাজার ইজারাদার ও হাট কমিটি বাড়ি নির্মান কাজে নিষেধ করলে তা অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মান করছেন।
এতে করে গরুর হাট সংকুচিত হয়ে যাচ্ছে এবং বাজারে মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে।
বাজারের ইজারাদার আলতাফ হোসেন জানান, নজর আলী দীর্ঘদিন যাবত বাজার দখলের পায়তারা করে আসছেন, সাবেক চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বিগত দিনে তাকে একটি নিদিষ্ট স্থানে থাকার নির্দেশ দিলেও তা অমান্য করে বর্তমানে গরুর হাট দখল করে বাড়ি নির্মান করছেন। তিনি আরও জানান, নজর আলী ভুমিহীন থাকার কারণে মহিষমারা আশ্রয়ণ প্রকল্পে তাকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর দেওয়া হয় কিন্তু সেই ঘরে নিজে না থেকে অন্য লোক রেখে সে বাজার দখল করে বাড়ি নির্মান করছেন।
দখলদার নজর আলীর কাছে বাজার দখল করে বাড়ি নির্মানের কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর বা কাগজপত্র কোনটাই দিতেপারেননি।
অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করার জন্য বাজার ইজারাদার ও হাট কমিটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে সরজমিন তদন্তে সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।