মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলা ডেকোরেটর, সাউন্ড এবং লাইটিং মালিক সমিতির উপদেষ্টা বাবু বিজয় দাস এর অকাল প্রয়াণ- এ স্মরণ সভা হয়েছে। নড়াইল সদর উপজেলা ডেকোরেটর , সাউন্ড, এবং লাইটিং মালিক সমিতির আয়োজনে ( ১৯ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে উপ-শহর গারুচিরা বাজারে এই স্মরণ সভা হয়। বাবু অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আওয়ামী লীগের পৌর শাখার সভাপতি বাবু মলয় কুমার কুন্ডু, স্মরণ সভা সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা ডেকোরেটর, সাউন্ড এবং লাইটিং মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।