বগুড়া সাহ সুলতান কলেজের
বাংলা বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠান!
মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধি :
উত্তরাঞ্চলের সুনামধন্য বিদ্যাপিঠ
বগুড়া সাহ সুলতান কলেজে বাংলা বিভাগের আয়োজনে গত ৭ ডিসেম্বর বুধবার চড়ুইভাতি অনুষ্ঠান হয়েছে ।
সকাল হতে না হতেই সবাই জড় হয় পূর্বনির্ধারিত স্থান বগুড়া সাহ সুলতান কলেজ মাঠে । বাজারের দায়িত্বে থাকা সবাই বাজার নিয়ে যথাসময়ে হাজির হয়। প্রয়োজনীয় কেনাকাটা সেরে শুরু হয় কাজের ধুম।
দায়িত্ব অনুযায়ী সবাই যে যার মতো শুরু করে কাজ। কেউ পানি আনা, কেউ কাটাকাটি, কেউ চুলা জ্বালানো, কেউ আবার হাঁড়ি-পাতিল পরিষ্কারের কাজে নেমে পড়ে। কাঠ কুড়ানো, চুলা বানানো, চাল ধোয়া,বিভিন্ন কাজে লিপ্ত, মাংস কাটাসহ সব কাজই করেছেন তাঁরা মিলেমিশে।সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে, কুরআন তেলাওয়াত, ফুটবল খেলা, মেয়েদের বালিশ খেলা ,চিরকুট, কপালে টিপ পরানো, পিলো পাস, পুড়া ক্যাম্পাস
র্যালি,বেলুন ফোটানোসহ বিভিন্ন খেলাধুলায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দুপুরের দিকে অতিথিদের আগমনে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে চড়ুইভাতি অনুষ্ঠান।
মধ্যাহ্নবেলা খাবারের সময় রান্নার দায়িত্বে ছিল যারা তারা ব্যস্ত সুস্বাদু রান্না করার কাজে। রান্না করতে করতে একসময় দুপুর গড়িয়ে বিকাল হলো। বিকাল ৩টার দিকে শুরু হলো খাবারে পর্ব। থালা দেওয়া থেকে শুরু করে,পানি, লবণ, শসা, লেবু,ও বিরানিসহ সবাই কাজে ব্যাস্ত,
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। ফান বক্সের মাধ্যমে শুরু হওয়া পর্বটি অন্য রকম চমক দিয়েছে আমন্ত্রিত অতিথিসহ সবাইকে।
লটারি ড্র অনুষ্ঠিত হওয়ার মুহূর্তে অতিথিদের মনোমুগ্ধকর আলোচনা নতুন পথের দিশা দেখিয়েছে বগুড়া সাহ সুলতান কলেজের শিক্ষক বৃন্দ।
ঔ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বগুড়া সাহ সুলতান কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম ,
ভাইস প্রিন্সিপাল মোঃ সুলতান আহমদ ,
আরোও উপস্থিত ছিলেন ,
বগুড়া সাহ সুলতান কলেজের
বাংলা বিভাগের বিভাগীও প্রধান প্রভাষক
মোঃ কামাল উদ্দিন শামিম ,
উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক প্রভাষক মোঃ এমদাদুল হক ,
প্রভাষক খন্দকার মনিরুল হাসান,
প্রভাষক নুরজাহান খাতুন ,
প্রভাষক বকুল হোসাইন ,
প্রভাষক রেজওয়ানুল ইসলাম আকন্দ, প্রভাষক তাইজুল সহ সকল শিক্ষার্থী বৃন্দ ।